রাজনৈতিক,ধমীয়,সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষার মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে।একে বিদেশী শব্দ বলে।
বিদেশী শব্দ অনেক ধরনের হয় মুলত ৫ প্রকার।যথা:
ক.আরবি শব্দ।
খ.ফরসি শব্দ।
গ.ইংরেজি শব্দ।
ঘ.ইউরোপীয় ভাষার শব্দ।
ঙ.অন্যান্য ভাষার শব্দ।
ক.আরবি শব্দ
আরবি শব্দগুলোকে প্রধানত ২টি ভাগে ভাগ করা হয়েছে।যথা:
(১).ধমসংক্রান্ত শব্দ: ইসলামের প্রথম স্তম্ভ ইমান।তাই আল্লাহকুরআনে এবং নবীহাদিসেঅযু-গোসলহালাল হারামহজযাকাতকোরবানিইহকাল-পরকালজান্নাত-জাহান্নামতওবা অসবি ও সালাত সম্পকে বিস্তারতি বলেছেন।
(২).প্রশাসনিক ও সাংস্কৃতি শব্দ: ঈদে আলেমকিতাব হতে ইনসানদের এলেম শিক্ষা দেন।এদিকে আদালতেরউকিলএজলাসে বসে মুন্সেফগায়েব ওজরের কেচ্ছা শুনে কানুন অনুযায়ী রায় দিলেন।শেষে মহকুমারমোক্তারদোয়াত-কলম দিয়ে নগদ-বাকির হিসাব খারিজ করলেন।
খ.ফারসি শব্দ:
(১).ধমসংক্রান্ত শব্দ::নামাজ রোজা পালন না করলে গুনাহ হয়।তাই পয়গম্বদের কথা না মানলে ফেরেস্তারা খোদার আদেশে বেহেশতের পরিবতে দোযখে নিয়ে যাবেন।
(২).প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ::যেদিন বাদশা চশমা পরে কারখানা দফতরে দোকান দৌলত ওরশদ দেখতে যান সেই তারিখে তোশকে বসে থাকা বেগমের দরবারে মেথরের দস্তখত করা নালিশ নিয়ে বান্দারা আসেন।তাদের জবান বন্দি নেওয়া হয়।
(৩).বিবিধ শব্দ:;জিন্দা জানোয়ার বদমাশ আদমি।আমদানি রপ্তানির ক্ষেত্রে হাঙ্গামা করার নমুনা খোজন।
গ.ইংরেজি শব্দ
ইংরেজি শব্দকে b২টি প্রকারের।যথা;
(১).অনেকটা ই্রেজি উচ্চারণে:: নভেল বাবু ইউনিভাসিটির নোটে পাউডার ও পেন্সিল নিয়ে কলেজের ইউনিয়নে গেলেন।
(২).পরিবতাত উচ্চারণে:: আফিম স্যার হাসপাতালের পরিবতে বাস্কের ভেতর বোতল নিয়ে অফিস ও ইস্কুলে গেলেন।
ঘ.ইউরোপীয় শব্দ
ইউরোপীয় শব্দ ৩ প্রকার।যথা:
১.পতুগিজ:: পতুগীজ পাদরী বালতীরভিতর আনারস আলপিন পাউরুটি মধ্যে পিস্তল নিয়ে গেলেন।এদিকে কেরানী ও গাদা তা কামরার জানালা দিয়ে দেখে আলমারিতে চাবি দিলেন।